প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ৩:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৫, ১:৩৮ পি.এম
জগন্নাথপুরে মাদক ব্যবসায়ীসহ ৪ জন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক ::
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ী ও নিয়মিত মামলার ২ আসামীসহ ৪ জনকে গ্রেফতার করেছে। এসময় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৫১ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ সালমান(২০), উপজেলার বালিকান্দি গ্রামের মোঃফজলু মিয়ার পুত্র ও ইব্রাহিম খলিল উল্লাহ লেংরা (৪০) জগন্নাথপুর পৌর এলাকার পেরুয়া (শেরপুর) গ্রামের মৃত সুরুজ আলীর পুত্র।
এছাড়া পুলিশ অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামী তানভীর আহমদ ওরফে আব্দুল জব্বার (৫০) ও আলমগীর হোসেন (২৮) কে গ্রেফতার করেন। উভয়ের বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলায়।
শনিবার (২৫ জানয়ারি) তাদেরকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করলে আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
জগন্নাথপুর থানা সুত্রে জানা যায়, শুক্রবার রাতে জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় ০২ জন মাদক ব্যবসায়ী ও নিয়মিত মামলায় ০২ জন আসামীসহ সর্বমোট ০৪ জনকে গ্রেফতার করা হয়।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত আসামীদের শনিবার (২৫ জানয়ারি) সুনামগঞ্জ আদালতে প্রেরণ করলে আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত