নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা কমিটির সাবেক ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, মিরপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মাহবুব হোসেন (৩৮) ও একই গ্রামের মির্জা আমিনুল হকের ছেলে ছাত্রলীগ কর্মী মির্জা মাসুম হোসেন (৩৫)।
শুক্রবার (৩১ জানুয়ারী) বিকেলে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসী গ্রামে অভিযান চালায়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বলেন, নাশকতা মামলার অজ্ঞাত আসামী হিসেবে ঘটনার সাথে জড়িত সন্দেহ তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুইজনকে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।