নিজস্ব প্রতিবেদকঃ
ঐতিহ্যবাহী জগন্নাথপুর প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
গত শুক্রবার (৩১ জানুয়ারী) রাতে প্রেসক্লাব অস্থায়ী কার্যালয়ে নতুন কমিটি গঠনের লক্ষে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে সমকাল প্রতিনিধি তাজ উদ্দিন আহমদকে সভাপতি ও যুগান্তর প্রতিনিধি সানোয়ার হাসান সুনুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
পরে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের মতের ভিত্তিতে ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সহসভাপতি আব্দুল হাই (ইত্তেফাক), যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, কোষাধ্যক্ষ মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল (বিজয়ের কন্ঠ), দপ্তর সম্পাদক গোলাম সারোয়ার (যায়যায়দিন), ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির (নয়াদিগন্ত), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক সিপন (উত্তরপূর্ব), প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর রহমান জিলু (সকালের সময়), কার্যকরী পরিষদের সদস্য আলী আহমদ (সিলেট মিরর/ সুনামগঞ্জের খবর), জুয়েল আহমদ (আজকের পত্রিকা), গোবিন্দ দেব (বাংলা টিভি), হিফজুর রহমান জিয়া (দিনকাল)।
সভায় উপস্থিত ছিলেন- প্রেসক্লাব সদস্য অরুপ সরকার, শাহ এস এম ফরিদ, হুমায়ুন কবির ফরিদী, মুকিম আহমদ, বিপ্লব দেব নাথ, সুমিত রায়, আল-আমিন ইসলাম, দুলন মিয়া, রুম্মান মিয়া প্রমুখ।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত