নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুরে হালিমা খাতুন এডুকেশন ট্রাস্ট-এর ১৮ তম
বৃত্তি বিতরণ করা হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসা মিলনায়তনে এ লক্ষ্যে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন- বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক ফরিদ আহমদ রেজা।
ট্রাস্টের সদস্য সচিব ড. সৈয়দ রেজওয়ান আহমদের সভাপতিত্বে এবং মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা নিজাম উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- সৈয়দপুর আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এডভোকেট মোঃ আব্দুর রহমান, যুক্তরাজ্যের সাপ্তাহিক সুরমা পত্রিকার সম্পাদক, বিশিষ্ট কবি ও ছড়াকার আহমদ ময়েজ, ট্রাস্টি বোর্ডের সদস্য বিশিষ্ট কবি ও ছড়াকার সৈয়দ ওবায়দুল হক, বিশিষ্ট কবি যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ শাহনূর, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ মোছাব্বির, বৃত্তি প্রাপ্ত ছাত্রী ঈশিতা দাশ (রাখী) ও মিথিলা দাস।
সভায় মেধাবৃত্তি পরীক্ষায় বিদ্যালয় পর্যায়ে ১ম স্থান অধিকারী সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ঈশিতা দাস (আখি), আলীয়া মাদ্রাসা পর্যায়ে ১ম স্থান অধিকারী ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্রী মোছাঃ নূরুন্নেছা এবং কওমি মাদ্রাসা পর্যায়ে ১ম স্থান অধিকারী পাটলী দারুল উলুম টাইটেল মাদ্রাসার ছাত্র মোঃ আব্দুর রকিবকে ক্রেস্ট, সনদ ও দুই হাজার নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া তিন স্থরের প্রতিষ্ঠানে ২য় স্থান অধিকারীদের সনদ ও নগদ এক হাজার পাঁচশত টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত আরও ২৮ জনকে সনদ ও এক হাজার টাকা করে মোট ৩৪ জনকে বৃত্তি প্রদান করা হয়।
সভায় অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন- মাদ্রাসার গভর্ণিং বডির সদস্য হাফিজ সৈয়দ ওযায়রুল হক, যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ শাহখান, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মাওলানা সৈয়দ মনোয়ার, সৈয়দপুর মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল হান্নান, ট্রাস্ট পরিচালনা কমিটির অন্যতম সদস্য এডিএম ফখর উদ্দিন, হযরত আবু বকর সিদ্দিক রা. দাখিল মাদরাসা সুপার মাওলানা ইকবাল চৌধুরী, চরা জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা আবদুল মান্নান, পাটলী দারুল উলুম টাইটেল মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল হাফিজ, পশ্চিম ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম, পীরেরগাঁও দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা শফিকুল ইসলাম, সাতহাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু রঞ্জন দাশ, সৈয়দপুর মাদরাসার শিক্ষক নাজমুল হুদা, মোঃ নূরুল হক প্রমুখ।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত