নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জে জগন্নাথপুর উপজেলার লোহারগাঁও মাঠে ফুটবল টুর্নামেন্টে ট্রাইবেকারে জয় পেয়েছে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব, জগন্নাথপুর। ব্যাটারীখলী, ছাতক পৌরসভাকে পরাজিত করে ৪ গোলে জয়লাভ করে।
প্রবাসীদের অর্থায়নে জগন্নাথপুর উপজেলার লোহারগাঁও ফুটবল ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ৩ য় দিনের খেলা সোমবার বিকাল ৪ টায় লোহারগাঁও নতুন বাজার মাঠে অনুষ্ঠিত হয়।
দুর্দান্ত খেলার নির্ধারিত সময়ে কোনো পক্ষ গোল করতে না পারলে ট্রাইবেকারে শেষ মুহূর্তে জয়লাভ করে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব। শুরুতে উভয়পক্ষের সমতা থাকলেও শেষ মুহূর্তে গোলকিপার সোহাগ ২টি গোল আটকে দিলে জয় পায় আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব।
এ সময় আরাফাত রহমান কোকো ফুটবল ক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মন্নান মানিক মিয়া, আব্দুস সোবহান, ইশহান আলী, আরহাম সোবহান, মোঃ রিয়াদ উদ্দিন, মোঃ ইমরান রশীদ, সিয়াম আহমেদ ফাহিম, বাহার উদ্দিন, আজির উদ্দিন মেসি, রেজুওয়ান আহমদ পলাশ, তানিম উদ্দিন, টিম ম্যানেজার সানাউর রহমান, ইমরান সায়েদ কাদির।
দুর্দান্ত খেলা উপভোগ করার জন্য আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দুলদুল বারী উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত