নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে অটোরিকশা মিশুক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে রাকেশ রায় (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন এবং সিএনজি চালক সহ ৭ জন আহত হয়েছেন।
নিহত বৃদ্ধ হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর উপজেলার উমেদ নগর গ্রামের মৃত রায় মোহন রায়ে পুত্র।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ২ টার সময় পাগলা-জগন্নাথপুর- আউশকান্দি আঞ্চলিক মহাসড়ক এর জগন্নাথপুর অংশে গন্ধবপুর শেখ পাড়া মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, যাত্রীবাহী সিএনজির সাথে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা অটোরিকশা মিশুক এর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সিএনজি যাত্রী ওই বৃদ্ধ ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া জানান দুর্ঘটনার খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হয়।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত