নিজস্ব প্রতিবেদক ::
‘অপারেশন ডেভিল হান্ট’ এর আওতায় গ্রেপ্তার হলেন জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমেদ জুমেল (২৩)।
রোববার সকালে তাকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়। এর আগে শনিবার রাতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে জগন্নাথপুর থানা পুলিশ ।
জুয়েল আহমদ জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধবপুর গ্রামের মৃত ওয়াব উল্লাহর ছেলে।
‘ডেভিল হান্ট’ অপারেশনের আওতায় বিশেষ ক্ষমতা আইনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা নাশকতা মামলায় জড়িত থাকার সন্দেহে অজ্ঞাত আসামী হিসেবে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) সাকিব হোসেন।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহীন মিয়া বাদী হয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫২ নেতাকর্মীর নাম উল্লেখ করে নাশকতা চেষ্টার অভিযোগে থানায় মামলা করা হয়। মামলা নং- ১৭। ওই মামলায় অজ্ঞাতনামা আরো ৬০ জনকে আসামী করাহয়।
অপরদিকে, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ধারায় হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় অভিযান চালিয়ে ইমরান হাসান (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করে জগন্নাথপুর থানা পুলিশ। রোববার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইমরান হাসান উপজেলার পুটিজুরি ইউনিয়নের সুখ চর গ্রামের আজিজ আলীর পুত্র।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ উদ্দিন ভূঁইয়া বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের মধ্যে ১ জনকে বিশেষ ক্ষমতা আইনে অজ্ঞাত আসামী হিসেবে গ্রেপ্তার করা হয়। অপরজনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় গত ০২ ফ্রেব্রুয়ারি পর্নোগ্রাফি আইনে মামলা হয়। গ্রেপ্তারকৃত ২ জনকে রোববার সকালে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত