নিজস্ব প্রতিবেদকঃ
বিপূল সংখ্যক দর্শকের উপস্থিতিতে সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরবিলাস ফুটবল টুর্নামেন্টের ফাইন্যাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় রাজশাহী নবাব ৬- ১ গোলে জারা স্পোর্টিং ক্লাব, সিলেটকে পরাজিত করে বিজয়ী হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন ব্রাদার্সের সাবেক কৃতি ফুটবলার আবিবুল বারী আয়হান।
এসময় উপস্থিত ছিলেন- জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আল আমিন, সাবেক ইউপি মেম্বার ও সালিসী ব্যক্তিত্ব সাদেক আলী, এনটিভি (ইউরোপ) সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ আব্দুল হাই, সাবেক কৃতি ফুটবলার আব্দুল কাদির, চায়না মিয়া, সুনামগঞ্জ জেলা যুবদল নেতা শামিনুর রহমান, টুর্নামেন্ট অর্গানাইজার রাকিব ভূইয়া।
টুর্নামেন্টে সেরা খেলোয়ার তুষ্টি রানী, সর্বোচ্চ গোলদাতা সাবরিনা ও সেরা গোলকিপার জুঁই নির্বাচিত হয়ে পুরস্কার অর্জন করে।
প্রসঙ্গত, গত ১১ ফেব্রুয়ারি থেকে খেলা শুরু হয়। দেশের বিভিন্ন স্থান থেকে মোট ৮টি নারী ফুটবল টিম অংশ নেয়।