ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি::
সিলেটের ওসমানীনগর উপজেলায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখতে মানববন্ধন করেছেন উপজেলা নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকরা । ১৩ মার্চ (বৃহস্পতিবার) এনআইডি সেবা বন্ধ রেখে সকাল ১১ টা থেকে ১ টা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সামনে “স্ট্যান্ড ফর এনআইডি”শিরোনামে মানববন্ধন করেন তারা।
এসময় ওসমানীনগর উপজেলা নির্বাচন অফিসার মো: আলী আজম বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ভোটার তালিকা হালনাগাদের কাজ আমাদের চলমান রয়েছে। সংবিধান-এর ১১৯ অনুচ্ছেদ অনুযায়ী ভোটার তালিকা প্রস্তুত করণের তত্ত্বাবধান,তথ্যভান্ডার নিয়ন্ত্রনের অধিকার দিয়েছে। সে ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের এ সেবা ইসি থেকে অন্য সংস্থার অধীনে চলে গেলে data duplication ও database manipulation এর আশংকা দেখা দিতে পারে,এমনকি এতে বিদ্ধমান check & balanceবিনষ্ট হওয়ার ঝুকি থাকবে উল্লেখ করে বলেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন বাতিল করার আহ্বান জানানা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আব্দুর রব,গহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেছার আহমদ, সুভাষ চন্দ্র নাথ, কানু লাল চৌধুরী,মাহমদ আলী,মোঃ রফিকুল ইসলাম, শিহাব আহমদ, নুহেল আহমদ চৌধুরী,এছাড়াও বিভিন্ন স্কুলের সহকারী শিক্ষকগণও উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত