নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে র্যাবের অভিযানে একটি রিভলবার উদ্ধার করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত পৌনে বারটায় উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রামে একটি টয়লেটে একটি ব্যাগেরভেতর থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।
শুক্রবার রাতে র্যাব-৯ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব- ৯ সূত্র জানায়, ‘গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় মিরপুর ইউনিয়নের শ্রীরামসি হাইস্কুল এ্যান্ড কলেজের উত্তর পার্শ্বে পুরাতন ভূমি অফিসের পরিত্যক্ত টয়লেট এর ভিতর একটি নীল রংয়ের ব্যাগের ভিতর রক্ষিতঅবস্থায় একটি পুরাতন রিভলবার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
র্যাব সূত্র আরো জানায়, রিভলবারটি পুরাতন মরিচাপড়া ও কালো কসটেপ পেচানো অবস্থায় ছিল। এর ক্যালিবার ৬ মিঃ মিঃ, দৈর্ঘ্য বাট, বডি, ব্যারেলসহ ২২ সেঃ মিঃ, যাহাতে হেমার ট্রিগার ও ফায়ারিং পিন সংযুক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে কোন গুলিপাওয়া যায় নি।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত