ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি:
দেশে সু-শাসন প্রতিষ্টা করতে ইসলামি দল গুলির ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার নায়েবে আমীর ও সিলেট ২ আসনের আসনের মনোনীত প্রাথী অধ্যাপক আব্দুল হান্নান।
আওয়ামীলীগের নানা বাধাঁর কারণে প্রায় ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতে ইসলামী ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে “মাহে রামাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে” সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামীলীগ বাংলাদেশের অমানবিক একটি রাজনৈতিক দল ছিল । তাদের রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারা নিজেরাই এখন বুমেরাং হয়ে পলাতক জীবনের আশ্রয় নিয়েছে। এর একমাত্র কারণ ইনসাফ তথা ন্যায়বিচার থেকে সড়ে এসে সরাসরি ইসলামের বিরোদ্ধাচরণ করা। সেই সময় দেশ ও সমাজে ইনসাফ না থাকার কারণে মানবজীবনে সর্বস্তরে অন্যায়-অবিচার সংক্রামক ব্যাধির মতো ছড়াচ্ছিল। আওয়ামীলীগের স্বভাবে স্বার্থপরতা, হিংসা-বিদ্বেষ, বার-বার ক্ষমতায় থাকার স্বার্থ হাসিলের প্রবণতার জন্ম দিয়েছিল উল্লেখ করে আব্দুল হান্নান বলেন,আগামী সুন্দর বাংলাদেশ গড়তে ও সু-শাসন প্রতিষ্টায় সকল ইসলামি দল গুলোকে ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়ে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের আহ্বান জানান।
উপজেলা জামায়াতের আমীর মো: ছুহরাব আলীর সভাপতিত্বে সেক্রেটারী জেনারেল আনহার আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী নজরুল ইসলাম, মহনগর জামায়তের সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর নিজাম উদ্দিন সিদ্দীকি, বিশ্বনাথ পৌর সভার আমীর মাওলানা আক্তার ফারুক, ওসমানীনগর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী, সৈয়দ নুরুল ইসলাম শাহজাহান,জামায়াত নেতা মাওলানা সাদিক সিকান্দার, উপজেলা জামায়াতের নায়েবে আমীর রেজোয়ানুর রহমান শাহীন সিলেট জেলা ছাত্র শিবিরের সভাপতি মনিরুজ্জামন পিয়াস।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বালাগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছুরাব আলী,খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ সাইদুর রহমান চৌধুরী,উপজেলা শাখার সহকারী সেক্রেটারী মুতাসিম বিল্লাহ জালালী প্রমুখ।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত