ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি::
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম.ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদী লুনার গাড়ি ভাংচুর মামলায় এক দিনের ব্যবধানে ওয়ারেন্টভোক্ত আরো একজন সহ মোট ৩ তিন জনে গ্রেফতার করলো পুলিশ।
মঙ্গলবার (১৮মার্চ) দুপুরে উপজেলার তাজপুর বাজারের মঙ্গলচন্ডী রোডে সফিনা তাহির আলী জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে যুবলীগ নেতা ফরুক আহমদ (৩৫) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফরুক তাজপুর ইউনিয়নের পালপাড়া গ্রামের মৃত মাহমুদ আলীর পুত্র। এর আগে গত সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার গোয়ালাবাজারে অভিযান একই মামলায় অভিযুক্ত গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের লাল মিয়ার পুত্র কওছর মিয়া ও বেলাল আহমদকে গ্রেফতার করা হয়।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্য মো. মোনায়েম মিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গাড়ি ভাঙচুর মামলায় অভিযুক্ত ফরুক দীর্ঘদিন থেকে আত্মগোপনে ছিল। গোপন সাংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে আগামীকাল আদালতে পাঠানো হবে। পলাতক বাকি আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে বলে জানান তিনি।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত