ওসমানীনগর (সিলেট) প্রতিনিধিঃ
সিলেটের ওসমানীনগরে পঞ্চায়েতি কবরস্থানের জায়গা দখল করে জোরপূর্বক ব্যক্তিগত রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে একই গ্রামের মানিক মিয়া ও তার সহযোগীদের বিরোদ্ধে। কবরস্থানের পবিত্রতা রক্ষা ও দখল হওয়া ভূমি উদ্ধারে উপজেলা প্রশাসনের সহযোগিতা চেয়ে শতাধিক গ্রামবাসী স্বাক্ষরিত একটি অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দিয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় এলাকাবাসী ও অভিযোগ সুত্রে জানাযায়,উপজেলার সাদিপুর ইউনিয়নের পশ্চিম মোবারকপুর ও গুজাতলী গ্রামের মৌজা-গুজাতলী, জেএল নং-২৯, খতিয়ান নং-০১, এস.এ দাগ নং-৪৩০৫, ৪৩০৮, ৪৩০৯, বি.এস দাগ নং-৪৭৭৩, ৪৭৭৬, ৪৭৭৭ মূলে ১৪৬ শতক (১.৪৬ এক একর ছেচল্লিশ শতক) জায়গায় সেই গ্রামের পূর্বপুরুষ হতে পঞ্চায়েতি কবরস্থান হিসেবে ব্যবহার করে আসছেন। সম্প্রতি সেই কবরস্থানের জায়গাটি কৌশলে দখল নিতে রাস্তা নির্মানের অজুহাতে একই গ্রামের ভূমি খেকো মৃত আব্দুল গনির পুত্র মানিক মিয়া,মৃত নূর মিয়ার পুত্র মন্টু মিয়া ও করেছ মিয়া,মৃত আব্দুল গনি মধু মিয়ার পুত্র সমছু মিয়া সহ ভূমি খেকো চক্রটি গত ৮ মার্চ সকাল ৮ টার দিকে তফসিল বর্নিত পঞ্চায়েতি কবরস্থানের উপর দিয়ে ব্যক্তিগত রাস্তা নির্মাণে জোরপূর্বক ভেকু গাড়ী দিয়ে অবৈধভাবে মাটি কাটা শুরু করলে এলাকায় উত্তেজনা দেখা দিলে গন্যমান্য বর্গের মধ্যস্থতায় সাময়িক মাটি ভরাটের কাজ বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনায় কবরস্থানের পবিত্রতা রক্ষা ও দখল হওয়া ভূমি উদ্ধারে গত ১২ মার্চ শতাধিক গ্রামবাসী স্বাক্ষরিত একটি অভিযোগ ওসমানীনগর উপজেলা পরিষদে জমা দিলেও কোন প্রতিকার হয়নি বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। গ্রামের ছানার মিয়া,ফারুক মিয়া,নিয়ামত আলী,সেলিম আহমদ সহ একাধিক ব্যক্তি জানান, মানিক মিয়া একজন ভূমি খেকো ও দালাল প্রকৃতির লোক। তিনি একটি রাজনৈতিক দলের আশ্রয় ও প্রশ্রয়ে কবরস্থানের মতো একটি পবিত্র স্থানের জায়গা দখল করে রাস্তা নির্মানের চেষ্টা একটা অমুসলিমও করতে পারেনা। এ বিষয়ে এলাকাবাসী সুষ্ঠ প্রতিকার চেয়েছেন।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন গ্রামবাসীর অভিযোগ প্রাপ্তির বিষয়টি স্বীকার করে বলেন,প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সঙ্গে-সঙ্গে সংশ্লিষ্ট কতৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছিল।