নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর গ্রামের কলেজ পড়ুয়া শিক্ষার্থী সাজ্জাদুর রহমান সানির উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলাপ্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন শেষে জগন্নাথপুর থানাঘেরাও করে উপজেলার সর্বস্তরের জনসাধারণ।
শুক্রবার (২১ মার্চ) বিকেল ৩ টায় জগন্নাথপুর পৌরপয়েন্টে উপজেলারসর্বস্তরের জনগন এ মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে থানাচত্বরে প্রবেশ করে। এসময় স্কুল শিক্ষার্থী সানিকে আগামী ঈদুল ফিতরেরআগে মুক্তির আল্টিমেটাম দেয় বিক্ষোভকারীরা।
মানববন্ধন কর্মসূচিতে সাবেক কাউন্সিলর খলিলুর রহমানের সভাপতিত্বে ও মাহফুজ আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন- এম এ কয়েস, মোঃ আব্দুল ওয়াহাব, শেখ মোঃ ফজর আলী, মাওলানা মতিউর রহমান, শিক্ষক বিজয় কান্তি দাস, মোঃ সুয়েবআহমদ, রিপন মিয়া, দিনেশ দাশ, মোঃ আব্দুল কাহার, মোঃ আব্দুল আলীম, মোঃ নেওয়াজ, মোঃ জুয়েল মিয়া, আব্দুস শাহীদ, মোঃ নাজিম।
বক্তারা বলেন, জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর গ্রাম নিবাসী মোঃ শাহীনুর রহমানের ছেলে সাজ্জাদুর রহমান সানিএকজন নিষ্পাপ ও ভদ্র নম্র প্রকৃতির ছেলে। সম্প্রতি সেনাবাহিনী তাকে গ্রেফতার করে। পুরনো অস্ত্র সামনে এনে তাকে ফাসানোহয়েছে। এভাবে একটি ছেলেকে কলঙ্কিত করা হয়েছে। বক্তারা তার জীবনটাকে কলুষিত না করার আহবান জানিয়ে বলেন, সঠিকভাবে তদন্ত করে আগামী ঈদুল ফিতরের আগে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত