নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে মলম পার্টির সদস্যরা চাউল ব্যবসায়ীর কাছ থেকে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে ৫৮ হাজার টাকা হাতিয়ে নিয়েছে।
সোমবার (২৪ মার্চ) দুপুরে জগন্নাথপুর পশ্চিমবাজারস্থ আনিক উল্লাহর চালের দোকানে এমন ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে অজ্ঞাত এক ব্যক্তি ওই চালের দোকান থেকে ১ কেজি চাউল কিনে দোকানিকে ৫ শ‘ টাকা দেন। দোকানির ক্যাশে ভাঙতি না থাকলে এসময় আরেকজন অজ্ঞাত লোক এসে ৫ শ‘ টাকার ভাঙতি দিলে আনিক উল্লাহ জাগ্রত অবস্থায় জ্ঞান হারান। জ্ঞান ফিরলে তিনি দেখতে পান ক্যাশে থাকা ৫৮ হাজার টাকা নিয়ে চম্পট দেয় ওই প্রতারকেরা।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজ ইমতিয়াজ ভুঞা বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এ ব্যাপারে তিনি বাজারের ব্যবসায়ীদের সতর্ক থাকতে বলেন।