জগন্নাথপুর ভিউ ডেস্কঃ
যুক্তরাজ্যের লন্ডনে জগন্নাথপুর স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে ইফতার মাহফিল ও স্মরণিকার মোড়ক উন্মেচন করা হয়েছে।
২৪ মার্চ ইষ্ট লন্ডনের একটি রেষ্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে ইফতার পূর্ব আলোচনা সভায় বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী কবি আব্দুল মোখতার মুকিতের সভাপতিত্বে ও শতবর্ষ উদযাপন কমিটির যুগ্মআহবায়ক মির্জা জুয়েল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি স্পীকার ছুল্লুক আহমদ, সাংবাদিক গবেষক মতিয়ার চৌধুরী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র শহিদ আলী, লন্ডন বাংলা প্রেসক্লাবের সেক্রেটারী তাইছির মাহমুদ, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাষ্টের সাবেক সেক্রেটারী আঙ্গুর আলী।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক অনুসন্ধানী গবেষক সাংস্কৃতিক ব্যক্তিত্ব জোবায়ের আহমদ হামজা।
এতে আরো বক্তব্য রাখেন- শামীম আহমদ, জান্নাতুল ইসলাম, মতিউর রহমান, আনা মিয়া, নূরুল হক, আলম রব্বানী, আব্দুস সত্তার, আতাউর রহমান, রিপন মিয়া, হাছিনুর রশিদ ভূইয়া, মোহাম্মদ পায়েল প্রমুখ।
স্বাগত বক্তব্যে জোবায়র আহমদ হামজা বলেন, আজ থেকে শত বছর পূর্বে জগন্নাথপুরের কৃতি সন্তান জমিদার বাবু ভারত চন্দ্র রায় তার স্ত্রীর নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। এই বিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনেকেই দেশ ও জাতির মুখ উজ্জল করেছেন। এই বিদ্যালয়ের একজন সাবেক ছাত্র হিসেবে আমরা বিদেশে শতবর্ষ উদযাপনের উদ্যোগ নেই।
এ উপলক্ষে একটি সংকলনও প্রকাশ করা হচ্ছে। এর উদ্দেশ্য হলো প্রতিষ্ঠাকাল থেকে শুরু করে এযাব বিদ্যালযের সঠিক ইতিহাস তুলে ধরা। অতিথিরা আগতদের নিয়ে প্রকাশিত সংকলনের মোড়ক উম্মোচন করেন।
মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মৌলানা আজিজুর রহমান।