নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করা হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৬ মার্চ বুধবার প্রত্যুষ ৩১ বার তোপধ্বনির মাধ্যমে সুচনা হয়। পরে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণকরা হয়। এরপর যথাক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, জগন্নাথপুর থানা, পৌরসভা, বিএনপি, জগন্নাথপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়।
সকাল ৯টায় স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দিবসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ। পরে দুপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান, শহীদদের বিদেহী মাগফিরাত কামনা করে মসজিদ মন্দিরে দোয়া ও প্রার্থনা, বিজয় মেলা, শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা ও হাসপাতালে রোগিদের উন্নতমানের খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসুচি পালন করা হয়।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত