নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় জগন্নাথপুর নাগরিক অধিকার পরিষদ নামে একটি অরাজনৈতিক সামাজিক সংগঠনের উদ্যোগে দোয়া ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ মার্চ) জগন্নাথপুর উপজেলা পরিষদের রাধারমণ মিলনায়তনে জগন্নাথপুর নাগরিক অধিকার পরিষদের আহবায়ক এম এ কাদিরের সভাপতিত্বে ও সাংবাদিক অমিত দেব এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ ইমতিয়াজ ভুঞা, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব রফিক মিয়া, যুক্তরাজ্যের বারলি সিটির সাবেক কাউন্সিলর মোজাক্কির আলী, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু।
অন্যানেরা মধ্যে বক্তব্য দেন- জগন্নাথপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র সফিকুল হক, জগন্নাথপুর প্রেসক্লাব সহ সভাপতি আব্দুল হাই, কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বেলাল, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আতাহার উদ্দিন, সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমীন, শিক্ষক অনন্ত পাল, পৌর বিএনপি নেতা সামসুল হক, পৌর যুবদলের সাধারণ সম্পাদক শামীম আহমেদ।
ব্রিটিশ বাংলা এডিকেশন ট্রাস্টের রিসোর্স সেন্টারের প্রশিক্ষক মুরাদ চৌধুরী, কুবাজপুর মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।
শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন মাহমুদ শাকিল। সংগঠনের কার্যক্রম লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন- সংগঠনের সদস্য সাংবাদিক অমিত দেব।
শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জগন্নাথপুর সদর জামে মসজিদের ইমাম মাওলানা আজমল হোসেন জামি।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন নাগরিক অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মহিব চৌধুরী।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার দেড় শতাধিক মানুষ অংশ নেন।