নিজস্ব প্রতিবেদকঃ
ফেসবুকে পোস্ট দেওয়ার জের সুনামগঞ্জের জগন্নাথপুর দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ ৫০ জন আহত হয়েছে। আহতদের সিলেট এমএজি ওসমানী হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার আশারকান্দি ইউনিয়নের জামালপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুরুতর আহতরা হলেন, ওয়াহিদ মিয়া (৫০) মকন মিয়া (৬০) চানু মিয়া (৬০) আব্দুল আহাদ গুলিবিদ্ধ (৫৫) আশ্বাদ মিযা (৪৫) নানু মিয়া(৫০) সাইফুল রহমান ইমান গুলিবিদ্ধ (২৫) বাবুল গুলিবিদ্ধ (৪২) আংগুড় মিযা গুলিবিদ্ধ (৬৫) জুবায়ের (১৭) মছব্বির (৬২) হোসাইন মিয়া (৪৫) দিলোযার (৪৫) উজন মিয়া (৩০) আল আমিন (৩০) কাউছার মিয়া(২৬) উজ্জ্বল মিয়া(৩০) মান মিয়া(৬৯) ইসান মিয়া (২২) কুতুব মিয়া (৬৫)। এর মধ্যে গুলিবিদ্ধ ৩ জনকে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, জামালপুর গ্রামের লেবু মিয়া ও রাজ উদ্দিনের পক্ষের লোকজনের মধ্যে জমি দিয়ে বিরোধ চলছিল। কয়েক দিন আগে স্থানীয়রা বিষয়টি সমাধান করে দেন। ঈদের দিন সোমবার (৩১ মার্চ) লেবু মিয়ার পক্ষের একজন প্রতিপক্ষের লোককে নিয়ে ফেসবুকে পোস্ট দেন। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জের ধরে উভয়পক্ষের লোকজন মঙ্গলবার সকাল ১১টার দিকে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গোলগুলির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া যায়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে পাঁচজন গুলিবদ্ধসহ ৫০ জন আহত হন।
স্থানীয় ইউপি সদস্য ফজলুর রহমান বলেন, ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। আহতরা সিলেট ও জগন্নাথপুরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বিষয়টি সামাজিকভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত