নিজস্ব প্রতিবেদকঃ
মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের জামাত সুনামগঞ্জের জগন্নাথপুরে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ মার্চ) উপজেলার প্রায় পাঁচ শতাধিক ঈদগাহ এবং মসজিদে সকাল সাড়ে সাতটা থেকে সকাল ৯টার মধ্যে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
সকাল ৮ টায় পৌর শহরের উপজেলা সদর জামে মসজিদ, আছাবুন্নেছা জামে মসজিদে, সকাল সাড়ে ৮ টায় ইকড়ছই জামে মসজিদ, ইকড়ছই কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৯ টায় উপজেলা মডেল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া সকাল ৯ টার মধ্যে উপজেলার বিভিন্ন ঈদগাহে ও মসজিদে জামাত অনুষ্ঠিত হয়। অন্য বছরগুলোর মতো এবছরও জগন্নাথপুরের ঈদগাহ ও মসজিদগুলোতে মুসল্লীদের ঢল ছিল। ঈদ জামায়াতে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত অংশ গ্রহন লক্ষনীয় ছিল।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, জগন্নাথপুরে ঈদের জামাতে নিরাপত্তার জন্য আমরা মাঠে প্রস্তুত ছিলাম। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী (ইউএনও) মো. বরকত উল্লাহ বলেন, ব্যাপক উৎসব উদ্দিপনার মধ্য দিয়ে জগন্নাথপুরে শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত সম্পন্ন হয়েছে। তিনি উপজেলার সকল স্তরের জনসাধারণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত