নিজস্ব প্রতিবেদকঃ
‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ ঝুনু (৪০) গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (৫ এপ্রিল) মধ্যরাতে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের ইসমাইলচক গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জুবায়ের আহমেদ ঝুনু ইসমাইলচক গ্রামের মোঃ ছন্দু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ঝুনু জগন্নাথপুর থানা পুলিশের দায়েরকৃত মামলার অজ্ঞাত আসামী। অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে শনিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের ইসমাইলচক গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুঞা বলেন, রবিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত