নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় কবিরুন বিবি (৫৩) নামের এক পঞ্চাশোর্ধ মহিলার মৃত্যু হলে পুলিশকে না জানিয়ে রাতের মধ্যে লাশটি দাফন করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর (আহমাদাবাদ) সড়কে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় রানীগঞ্জ ইউনিয়নের আছিমপুর গ্রামের বাসিন্দা কবিরুন বিবি আত্মীয়ের বাড়ি থেকে বাড়ির উদ্দেশ্যে রাস্তা পার হচ্ছিলেন। এসময় একই ইউনিয়নের ইসলামপুর থেকে রোহান মিয়া নামক যুবকের দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় সন্ধ্যার পর কবিরুন বিবিকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরে সিলেটে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। পথিমধ্যে ওই মহিলা মৃত্যুবরণ করেন। স্থানীয় সালিশী ব্যক্তিদের অনুরোধে রাতের মধ্যে মৃত মহিলাকে দাফন করা হয়।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মিলাদ মিয়া বলেন, বর্তমানে আমি সিলেট শহরে অবস্থান করছি। শুনেছি মোটরসাইকেলের ধাক্কায় একজন মহিলা মারা গেছেন। এমনকি রাতের দাফনও করা হয়।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভুঞা জানান, বিষয়টি আমরা জেনেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত