নিজস্ব প্রতিবেদকঃ
ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরপয়েন্টে সোমবার দুপুর থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। এ সময় তারা ফিলিস্তিন রক্ষায় বিশ্ববাসীকে এগিয়ে আসা, বাংলাদেশ সেনাবাহিনীকে ফিলিস্তিনে শান্তি মিশনে পাঠানো, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে নিন্দা জানানো, ইসরাইলী পণ্য বর্জনসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
সোমবার (৭ এপ্রিল) জগন্নাথপুর পৌরপয়েন্টে জামায়াতে ইসলাম, তালামীযে ইসলাম, সামাজিক সংগঠন স্টুডেন্টস কেয়ার, ফেয়ার ফেইস জগন্নাথপুর এর পৃথক সমাবেশে এসব দাবি জানানো হয়।
ফিলিস্থিনের গাজায় গণহত্যা বন্ধ ও ভারতের ওয়াকফ্ বিল বাতিলের দাবিতে সোমবার বেলা ২ টায় বাংলাদেশ জামায়াতে ইসলাম জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আফজাল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা দরছ উদ্দিন,পৌর শাখার সভাপতি আ হ ম ওয়ালি উল্লাহ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি দিলোওয়ার হোসাইন, উপজেলা পশ্চিম ছাত্রশিবির সভাপতি আবু তাহের প্রমুখ।
ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে ফেয়ার ফেইস জগন্নাথপুরের উদ্যোগে দুপুর আড়াইটায় পৌরপয়েন্টে বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় সংগঠনের সভাপতি সাইফুর রহমান মিনহাজের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবরের পরিচালনায় বক্তব্য রাখেন মাওলানা জহিরুল ইসলাম, শফিকুল ইসলাম খেজর, শাহরিয়ার হোসেন ঝুমেন, মোস্তাক আহমদ, শাহিনুর রহমান, মোজাদেদ আলফে সানি, রোকন উদ্দিন, রাশেদ আহমেদ চৌধুরী মুরাদ।
স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের বিক্ষোভ মিছিল পরবর্তী বিকেল ৩ টায় জগন্নাথপুর পৌরপয়েন্টে প্রতিবাদ সভায় সংগঠন সভাপতি সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন- মাওলানা আজমল হোসেন জামি, জামাল উদ্দিন বেলাল, মুফতি মাওলানা কাইয়ুম, মাওলানা নাহিদুর রহমান, মামুনুর রশীদ, লিটন আহমেদ, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মাসুম মিয়া, সহ সভাপতি আমিনুর রহমান হিমেল প্রমুখ।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত