নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ৩০ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছেন।
১০ এপ্রিল বৃহস্পতিবার থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। এরই অংশ হিসেবে জগন্নাথপুরে ৮টি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষা চলছে। এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় উপজেলায় ৪টি ভেন্যু রয়েছে। পরীক্ষায় এবার উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২৬৪১ জন পরীক্ষার্থী অংশ নেন। প্রথম দিনে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ১৯ জন অনুপস্থিত। ১৮টি মাদ্রাসা থেকে ৭৩০ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে প্রথম দিনে ৫ জন অনুপস্থিত। রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখা ও হাজী রঙ্গুম আলী টেকনিক্যাল স্কুল ও কলেজ থেকে ৬২ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে অনুপস্থিত ৬ জন।
সব মিলিয়ে ৩০ জন অনুপস্থিত রয়েছেন বলে জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার অরুপ কুমার রায় নিশ্চিত করেছেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বরকত উল্লাহ বলেন, প্রথম দিনের এসএসসি ও সমমান পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত