নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে সালিশ বৈঠক চলাকালীন সময় দু' পক্ষের সংঘর্ষে নারীসহ ৫ জন আহত হয়েছেন।
রোববার সকাল ১০ টায় উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রামের চন্ডী হেদায়েতপুরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, খালেছা বেগম (৩৪), জাহাঙ্গীর মিয়া (৫৫), রুবেনা বেগম (৩৫), সাকেরা বেগম (৩০), আলেছা বেগম (৮০)। আহতদের মধ্যে আলেছা বেগমকে আশংকাজনক অবস্থায় সিলেটে এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। বাকিদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা শ্রীরামসি গ্রামের চন্ডী হেদায়েতপুরে বাড়ির রাস্তা নিয়ে আলেছা বেগম ও প্রতিবেশী সানফুর আলীর মধ্যে পূর্ব থেকে বিরোধ চলছিল। এই নিয়ে সানফুর আলী গংদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় অভিযোগ করা হয়। বিষয়টি সমাধানের জন্য স্থানীয়দের উদ্যোগে বুধবার সকাল ১০ টায় সালিশ বৈঠক বসে। এক পর্যায়ে উত্তেজিত হয়ে আসামী সানফুর আলী ও তার লোকজন বাদী পক্ষের উপর হামলা চালালে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুঞা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এখন পর্যন্ত কারো অভিযোগ পাইনি।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত