নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩২ পালন করা হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন এক বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা জগন্নাথপুর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহীম ভূঁইয়া সা-আধ, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আবু হুরায়রা ছাদ মাষ্টার, জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, জগন্নাথপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা সহকারী প্রকৌশলী (এলজিইডি) সাইফুদ্দিন, উপজেলা প্রকৌশল অধিদপ্তর এর অফিস সহকারী ধীরেন্দ্র দেবনাথ, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহমেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষক- শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
পরে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহর সভাপতিত্বে ও শিক্ষক সালেহা পারভীন এবং অনন্ত পাল এর পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উদীচী শিল্পী গোষ্ঠী, শিখা কাঞ্চন একাডেমি ও জগন্নাথপুর আর্ট একাডেমির শিশু শিল্পীরা সংগীত পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত