নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জের সহযোগিতায় ও জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগের উপ পরিচালক মো: আরিফ মুর্শেদ।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ'র সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূইয়া সা- আধ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ, থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত মোঃ জয়নাল হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা রাজন আকন্দ, পৌরসভার প্রকৌশলী স্বতীশ গোস্মামী, জগন্নাথপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আফজল হোসাইন, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ তাজ উদ্দিন , সাংবাদিক মোঃ শাহজাহান মিয়া, মোঃ হুমায়ুন কবির, শাহ্ ফুজায়েল আহমেদ, ব্যবসায়ী জালাল উদ্দিন, উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা জুবায়ের আহমদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৃষা ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভায় বাজারের ব্যবসায়ীসহ সকল শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত