নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরের ব্যবসায়ী আকমল হোসেনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ২৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ভাগ্নে শফিক মোহাম্মদ জাবেদ। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর থেকে জাবেদ ও তার দোসররা পলাতক।
সম্প্রতি ব্যবসায়ী আকমল হোসেন তার অর্থ ফেরত পেতে জগন্নাথপুর থানায় জাবেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বর্তমানে সিলেট নগরীর উপশহরের বাসিন্দা শফিক মোহাম্মদ জাবেদ একতা এন্টারপ্রাইজ শান্তিগঞ্জ নামে মাটি সরবরাহ কাজের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে। উক্ত ঠিকাদারী প্রতিষ্ঠান জগন্নাথপুরে নির্মাণাধীন কৃষি ইন্সটিটিউটের কাজে সাব ঠিকাদারদের মাধ্যমে মাটি সরবরাহ করছে। গত ২০২৪ সনের ১২ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন সময় ধাপে ধাপে শফিক মোহাম্মদ জাবেদ জগন্নাথপুর পৌর এলাকার ছিলিমপুরের বাসিন্দা আকমল হোসেনের কাছ থেকে ২৫ লক্ষ টাকা নেয়। এর পর বিবাদী শফিক মোহাম্মদ জাবেদ আকমল হোসেনকে বালু দিমু-দিচ্ছি বলিয়া নানান অজুহাতে সময় ক্ষেপন করে । বিগত ৫ আগষ্টের পর শফিক মোহাম্মদ জাবেদ আত্ম-গোপনে চলে যায়। পরে অনেক চেষ্টা করে তার সাথে যোগাযোগ করলে বালু প্রদান করার কথা বলে নানান অজুহাত করে। একপর্যায়ে আকমল হোসেন প্রদানকৃত টাকা ফেরৎ চাইলে ফেরত দেয়নি। গত ২০ এপ্রিল সকাল ১১ টায় জগন্নাথপুর উপজেলার নারিকেলতলা এলাকায় নির্মাণাধীন কৃষিইনস্টিটিউটে উপস্থিত হয়ে জাবেদকে পেয়ে বালু প্রদানের বিষয়ে জানতে চাইলে উত্তেজিত হয়ে হুমকি প্রদর্শন করে। এক পর্যায়ে তাকে অপমান অপদস্থ করে।
এ ব্যাপারে জানতে চাইলে ব্যবসায়ী আকমল হোসেন বলেন, সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের আপন ভাগ্না শফিক মোহাম্মদ জাবেদ কৃষি ইন্সটিটিউটের কাজে আমাকে মাটি দেওয়ার কথা বলে ধাপে ধাপে ২৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়। তার সাথে আরো লোক জড়িত রয়েছে। তারা এখন আত্মগোপনে। আইনজীবীর সাথে কথা বলে বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।
এ ব্যাপারে অভিযুক্ত শফিক মোহাম্মদ জাবেদের মোবাইল ফোনে যোগাযোগ করলে ফোন বন্ধ পাওয়া যায়।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুঞা বলেন, অভিযোগের সত্যতা পেলে জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত