নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে মারধর করে জোরপূর্বক বর্গাচাষীর ৩১০ মণ বোরো ধান লুটপাট করেছে প্রভাবশালী মহল। ধানের আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ ২০ হাজার টাকা।
বুধবার (০৭ মে) সকাল ৯ টায় উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের নলুয়ার হাওরে বর্গাচাষের জমিতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নলুয়ার হাওরস্থ মনহর উল্লাহ গংদের প্রায় ১৮ কেদার ধানি জমি এক বছরের চূক্তি নিয়ে বোরো ধান রোপণ করেন চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের মোঃ হুসেন আলী। ধান পেকে গেলে শ্রমিক দিয়ে কেটে মাড়াই করে জমিতে রাখেন। বুধবার সকাল ৯ টায় একই গ্রামের রেজ্জাক মিয়ার ছেলে আজিজুর রহমান, রকিব মিয়ার ছেলে সাইফুল ইসলাম, মৃত আব্দুল খালিকের ছেলে সজল মিয়া, মৃত ইদ্রিছ মিয়ার ছেলে আবু ছালেক দলবদ্ধভাবে জোরপূর্বক নিয়ে যায়। এসময় মোঃ হুসেন আলী বাধা সৃষ্টি করলে তাকে বেদম মারপিট করা হয়।
কৃষক মোঃ হুসেন আলী বলেন, একই গ্রামের লোভী প্রকৃতির প্রভাবশালী দাঙ্গাবাজ লোকজন জমি থেকে আমার ৩১০ মণ ধান জোরপূর্বক নিতে চাইলে আমি বাধা দেই। এসময় তারা আমাকে এলোপাথাড়ি মারপিট করে সব ধান নিয়ে যায়। স্থানীয়রা আমাকে জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান। তিনি আরো জানান, ছিনিয়ে নেওয়া ধানের বাজার মূল্য ৩ লক্ষ ২০ হাজার টাকা।
এ ব্যাপারে অন্যতম অভিযুক্ত আজিজুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেন নি।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুঞা বলেন, এ ঘটনায় বুধবার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত