নিজস্ব প্রতিবেদকঃ
যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি ও সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর- শান্তিগঞ্জ) আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী এম এ সাত্তার নিজ জন্মভূমি জগন্নাথপুরে ফিরলেন গতকাল শনিবার। গত ১ সপ্তাহ আগে তিনি যুক্ত রাজ্য থেকে দেশে ফিরলে এই প্রথম জন্মভূমির মাটিতে পা রাখেন।
দুপুর ১২ টার দিকে সাবেক সিলেট জেলা ছাত্রদল নেতা ও সিলেট মহানগর বিএনপি নেতা মহি উদ্দিন বাবলু'র নেতৃত্বে বিশাল মোটর সাইকেল শো ডাউন নিয়ে উপজেলার মীরপুর ইউনিয়নের কেউন বাড়ি নামক স্থানের শেষ সীমানায় ফুল দিয়ে তাকে বরণ করে নেন জগন্নাথপুর বিএনপির অঙ্গসংগঠনের কয়েকশ নেতাককর্মী। এর আগে উপজেলার মীরপুর ইউনিয়নের আমড়াতৈল গ্রামে মহি উদ্দিন বাবলুর বাড়িতে নেতাকর্মীরা জগন্নাথপুর উপজেলার প্রত্যন্ত স্থান থেকে নেতাকর্মীরা জড়ো হন।
পরে কেউন বাড়ি থেকে বিশাল মোটর সাইকেল শো ডাউন ও গাড়ি বহরে এম এ সাত্তারকে নিয়ে যাওয়া হয় তার জন্মভূমি উপজেলার হলদিপুর-চিলাউড়া ইউনিয়নের খাগাউড়া গ্রামে। সেখানে তিনি নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণের উদ্দেশ্যে বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চাইতে অনেক উন্নতি হয়েছে। আশা করি, তার শারীরিক অবস্থা আরো উন্নতি হবে, তাই সবাইকে আল্লাহ তায়ালার কাছে দোয়া করতে হবে। তিনি বলেন, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানাচ্ছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো- যত দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিয়ে নির্বাচন দিন এবং সেই নির্বাচনের মাধ্যমে আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে। তিনি আরো বলেন, আমি আপনাদের ভালোবাসা চাই। আপনাদেরকে সাথে নিয়ে এই সুনামগঞ্জের, দক্ষিণ সুনামগঞ্জের রাজনীতি করতে চাই। আমাকে আপনারা সেই সুযোগ করে দিবেন। আমি আশা করি এই সুযোগটুকু পাবো। আমি আপনাদের সাথে আছি এবং শেষ পর্যন্ত থাকবো।
উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এটি এম হেলাল,সাবেক সিলেট জেলা ছাত্রদল নেতা ও সিলেট মহানগর বিএনপি নেতা মহিউদ্দিন বাবলু, মহানগর বিএনপি নেতা আব্দুল্লাহ শফি সাহেদ, ইকবাল হোসেন, তুহিন নাগ, মুজিবুূর রহমান, উসমান মিয়া,খসরু আহমদ, সাংবাদিক বিলাল আহমেদ বিলাল,শান্তিগজ্ঞ উপজেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী জগন্নাথপুর উপজেলা বিএনপি নেতা খলিল মেম্বার, বিএনপি নেতা হোসেন আহমদ, মোকাব্বির, তছির আলী,আজাদ, জগন্নাথপুর পৌর বিএনপির সদস্য আলফুজ্জামান বকুল জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এস এম লিকসন খান ,আশরাফুজ্জামান বাদশা,সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জাহেদ আহমদ, যুবদল নেতা আলী হোসেন, আফজাল মিয়া, জয়নুল হক জয়, শামীনুর রহমান, রাশেদ আহমদ, শাহ শাকিল আহমদ, আলি হোসেন, রমজান আলী, আব্দুল কাহার, জুনেদ মিয়া, জুয়েল আহমেদ, জগন্নাথপুর উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি শাহিন মিয়া, সৈয়দ আনিছুর রহমান,শান্তিগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক হোসাইন আহমেদ, মিরপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দল সভাপতি আব্বাস আহমদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রদল সদস্য জুয়েব হোসাইন, রুবেল আহমদ, ফয়সাল আহমেদ, রোহান আহমদ, জামি আহমেদ, রাফসান আহমেদ, ইব্রাহিম আহমেদ, হাছাইন আহমদ, কিবরিয়া, মারজান প্রমুখ সহ সিলেট,সুনামগঞ্জ,জগন্নাথপুর, এবং শান্তিগঞ্জ উপজেলার প্রায় সহস্রাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
পরে এম এ সাত্তারের বাড়িতে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
আমিনুল হক সিপন
তাং- ১০.০৫.২৫
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত