নিজস্ব প্রতিবেদকঃ
জগন্নাথপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন করা হয়েছে।
এ উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসন শনিবার সকাল ১০ টায় রাধারমণ মিলনায়তনে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করে।
সভায় উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহবুব আলমের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রাপ্রুচাই মারমা এবং ইউ আর সি হাবিবুর রহমানের যৌথ পরিচালনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জগন্নাথপুর উপজেলা বিএনপি আহবায়ক আবু হোরায়রা ছাদ মাষ্টার। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাইফুল্লাহ খালেদ, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দীন আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মামুনুর রহমান , শিক্ষক বাপ্পী রানী রায়, ধীরেন্দ্র তালুকদার , রূপক কান্তি দে প্রমুখ।
পরে বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণ করা ছাত্র- ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।