নিজস্ব প্রতিবেদকঃ
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ বলেছেন, সরকার নানা পরিকল্পনার মধ্যদিয়ে কৃষকদের উন্নয়নে সহযোগিতা করে যাচ্ছেন। কৃষকরা যাতে ফসল ভালোভাবে ফলন করতে পারে সেই চিন্তা ভাবনা নিয়ে সরকার কাজ করছে। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে হলে সবাইকে কৃষি বিপ্লব ঘটাতে হবে। তিনি প্রত্যেককে নিজ নিজ জমিতে চাষ করে কৃষি খাতকে এগিয়ে নেওয়ার আহবান জানান।
মঙ্গলবার (২৭ মে) সকাল ১১ টায় পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্প (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জগন্নাথপুরে আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়াম মাঠে ৬ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
উপজেলা কৃষি কার্যালয়ের কৃষক প্রশিক্ষণ হলরুমে উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-
উপজেলা প্রাণী সম্পদ অফিসার খালেদ সাইফুল্লাহ, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাজন আকন্দ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আল আমীন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ শাহাব উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন- কৃষক কৃষাণী এবং কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
মেলায় স্টল প্রদর্শনকারী কৃষক ও অগ্রগামী কৃষকদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত