নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর (দক্ষিণপাড়া) যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রহমানের বসত বাড়িতে কাজ করাতে গিয়ে হুমকির শিকার ও কাজে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী বিরুদ্ধে ও ভূমির মাটি কেটে অন্যত্র বিক্রির অভিযোগ উঠেছে।
সম্প্রতি জগন্নাথপুর থানায় এমন অভিযোগ করেন- প্রবাসী মিজানুর রহমানের খালাতো ভাই ও বাড়ির কেয়ার টেকার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের বেতাউকা গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে মোঃ আলমগীর রহমান।
বিবাদীরা হলেন, হবিবপুর (দক্ষিণপাড়া) গ্রামের মৃত আয়বর আলীর ছেলে আব্দুল মিয়া, মোঃ সামিনুর মিয়া, মোঃ নুজু মিয়া।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রবাসী মিজানুর রহমান পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করেন। তার অনুপস্থিতিতে সহায় সম্পত্তি দেখভালের দায়িত্বে আছেন খালাতো ভাই আলমগীর রহমান। কিন্তু প্রতিবেশী বিবাদীরা মিজানুর রহমানের সাথে পূর্ব বিরোধের জের ধরে তার ভূমির মাটি কেটে অন্যত্র বিক্রি করে। এতে প্রতিবাদ করলে তারা বিভিন্নভাবে হুমকি প্রদর্শন করে। গত ৪ জুন বেলা ২ টায় বাদীসহ তার খালাতো ভাই ১ নং সাক্ষী মোঃ মিজানুর রহমান বাড়ীর পেছনে পাকা দেওয়ালের কাজ দেখাশোনা করতে গেলে তারা অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এতে প্রতিবাদ করলে তারা রামদা, লাঠি সোটা নিয়ে মারমুখী আচরন করে। পরে আশপাশের লোকজন পরিস্থিতি শান্ত করেন। ঐসময় তাদের হাতে থাকা রামদা, লাঠি সোটা দেখিয়ে হুমকি প্রদর্শন করে পরবর্তীতে সুযোগমত পাইলে হত্যা করে লাশ গুম করবে।
অভিযোগকারী আলমগীর হোসেন বলেন, বর্তমানে বিবাদীরা হাতে মারাত্বক অস্ত্র-শস্ত্র নিয়ে এলাকায় ঘোরাফেরা করছে। যে কোনো সময় আমাদেরক উপর আমাদের উপর হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে আমার প্রবাসী ভাইয়ের নিরাপত্তার জন্য জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেছি।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত