নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন শাখার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি রেজাউল করিম রিপনকে বহিস্কার করা হয়েছে।
আজ শনিবার উপজেলা জামায়াতের কর্মপরিষদের এক সভায় সর্বস্মতিক্রমে তাকে দল থেকে বহিস্কার করা হয়।
শনিবার (১৪ জুন) উপজেলা জামায়াতের আমীর মো: লুৎফুর রহমান ও সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইনের যৌথ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি চিলাউড়া গ্রামের বাসিন্দা রেজাউল করিম রিপন দীর্ঘদিন ধরে সংগঠনের আনুগত্য, দৃষ্টিভঙ্গি ও শৃঙ্খলা বিরোধী কাজে জড়িত থাকায় দল থেকে তাকে বহিস্কার করা হয়। এরআগে গত ২৭ মে দলের কর্মপরিষদের সভায় সর্বসম্মত মোতাবেক তাকে দলের সকল পদ পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়।
জগন্নাথপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর (সভাপতি) মোঃ লুৎফুর রহমান বহিস্কারের সত্যতা নিশ্চিত করে বলেন, দলীয়ভাবে সর্তক করার পরও সংশোধনের চেষ্টা না করে সাংগঠনিক আনুগত্য ও শৃঙ্খলা পরিপন্ত্রী কাজে বিরত না থাকায় তাকে বহিস্কার করা হয়।
এই বিষয়ে বহিষ্কৃত জামায়াতে ইসলামী নেতা রেজাউল করিম রিপন বলেন, দীর্ঘ ২০ বছর ছাত্ররাজনীতি থেকে শুরু করে জামায়াতের রাজনীতি করেছি। সকল আন্দোলন- সংগ্রামে অগ্রনী ভূমিকা, জেল জুলুম হামলা-মামলার শিকার হয়েছি। কখনো কোন আপোষ করিনি। কিন্তু শেষ পর্যন্ত ষড়যন্ত্রে জুলুমে শিকার হয়েছি।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত