নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে সদ্য বহিস্কৃত উপজেলার হলদিপুর-চিলাউড়া ইউনিয়ন জামায়াতে ইসলামের সহ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিপন ও পৌর জমিয়ত জমিয়ত নেতা জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সহ সাধারণ সম্পাদক লিটন মিয়া চাঁদাবাজ দাবি করে তাদের গ্রেফতারের দাবি জানিয়ে ব্যবসায়ী ও জগন্নাথপুর পৌরবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ জুন) সন্ধ্যা ৬ টায় জগন্নাথপুর পৌর পয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করা হয়।এসময় বক্তব্য রাখেন- ব্যবসায়ী শ্যামল গোপ, ফারুক আহমেদ, আশিক মিয়া, শফিকুল ইসলাম খেজর, শাব্বির আহমেদ প্রমুখ।