নিজস্ব প্রতিবেদকঃ
হেলেন কেলার ইন্টারন্যাশনাল, বাংলাদেশের আয়োজনে তীব্র অপুষ্টি ব্যবস্থাপনা সহজতর করার লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুরে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে সভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কৃপেশ রঞ্জন রায় ও এফআইভিডিবি জগন্নাথপুর উপজেলা শাখার প্রকল্প কর্মকর্তা মোঃ তুহিন আলমের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।
এসময় পুষ্টি সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেন- হেলেন কেলার ইন্টারন্যাশনালের পুষ্টি কর্মকতা আসাদুল্লাহ আনসারী।
উপস্থিত ছিলেন- জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ উসমান হায়দার মজুমদার, স্বাস্থ্য কর্মকর্তা (রোগ নিয়ন্ত্রক) ডাঃ তানজিম হোসেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আকন্দ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল আলম, একাডেমিক সুপারভাইজার অরুপ কুমার রায়, হেলেন কেলার ইন্টারন্যাশনালের পুষ্টি কর্মকতা বিধান জন কস্তা, এনজিও সংস্থা পিএইচডি'র মা ও শিশু স্বাস্থ্যের প্রকল্প সমন্বয়কারী মোঃ এনামুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মোঃ আব্দুল জলিল, সাংবাদিক আমিনুল হক সিপন, শাহ ফুজায়েল আহমদ , উপজেলার লোহারগাঁও কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোপাইটর আবুল খায়ের, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স ফয়জুন্নেছা, সাগরী রানী দাশ প্রমুখ।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত