নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে তামাকজাত পণ্যের অপব্যবহার রোধে তামাক নিয়ন্ত্রণ আইন যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ'র সভাপতিত্বে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কৃপেষ রন্জন রায়ের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কাওছার আহমদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার ডাঃ খালেদ সাইফুল্লাহ, উপজেলা এলজিইডি প্রকৌশলী সোহরাব হোসেন, আইটিসি কর্মকর্তা আশীষ চক্রবর্তী, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মামুন আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অরূপ রায়, পৌরসভার সচিব স্বতীশ গোস্মামী, জগন্নাথপুর ডিগ্রি কলেজের প্রভাষক মতিউর রহমান, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমদ, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ হুমায়ুন কবির, সাংবাদিক শাহ ফুজায়েল আহমদ, স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ সৈয়দ নূর, ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার শিক্ষক মাওলানা বশির আহমদ প্রমূখ।
কর্মশালায় তামাকজনিত ক্ষতির নানা দিক, তামাক নিয়ন্ত্রণ আইন ২০০৫ (সংশোধিত ২০১৩) অনুযায়ী আইন প্রয়োগের কৌশল, জনসমক্ষে ধূমপান রোধ, বিজ্ঞাপন ও প্রচার বন্ধে করণীয় বিষয় এবং আইন বাস্তবায়নে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালায় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আল আমিন, আনসার ভিডিপি কর্মকর্তা রিমা বেগম, থানার এস আই রফিকুল ইসলাম, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, পাটলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আঙ্গুর মিয়া, কলকলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিক মিয়া, উপজেলা মহিলা অধিদপ্তরের প্রশিক্ষক অনু মিয়া সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা। বক্তারা আরো বলেন, "তামাক নিয়ন্ত্রণে শুধু আইন থাকলেই হবে না, এর যথাযথ প্রয়োগ এবং জনসচেতনতা বৃদ্ধিই সবচেয়ে জরুরি। কর্মশালার মাধ্যমে সংশ্লিষ্টদের তামাক নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত