নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে গভীর রাতে হক মোবাইল সেন্টার নামক একটি মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের টিন কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকাসহ ৭ লক্ষ ১৭ হাজার টাকার মালামাল নিয়ে গেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে পুরাতন থানা সংলগ্ন ফিরোজ মিয়া মার্কেটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শনিবার সকালে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী জহিরুল হক মিলন জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাত ১০ টার পর দোকান বন্ধ করে বাড়িতে যাই। শনিবার সকালে দোকান কর্মচারী দোকান খুলে দেখে দোকান চালের টিন কাটা ও ছাদ ভাঙা। এছাড়া ক্যাশ ড্রয়ার ভাঙ্গা, টাকা ও মোবাইল নেই। সে তাৎক্ষণিক মোবাইল ফোনে এ খবর জানালে ছুটে আসি।
মিলন জানায়, সিসি ক্যামেরার একটি ফুটেজে দেখা যায়, রাত সাড়ে ৩ টার দিকে মুখে গামছা বাঁধা এক চোর চালের টিন কেটে কাটার দিয়ে সিসি ক্যামেরার লাইন কেটে দিচ্ছে। এসময় ৬৫ টি অ্যান্ড্রয়েড মোবাইল, ৭ টি বাটন মোবাইল ও দুটি ড্রয়ার ভেঙে নগদ ৫০ হাজার টাকা, মোবাইল কার্ডসহ ৭ লক্ষ ১৭ হাজার টাকার মালামাল নিয়ে গেছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুঞা জানান, চুরির খবর পেয়ে সকালে পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আমাদের তৎপরতা অব্যাহত আছে।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত