নিজস্ব প্রতিবেদকঃ
২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা কৃষি কার্যালয় কৃষক, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে বীজ ও ফলদ গাছের চারা বিতরণ করেছে। কৃষকদের পাশাপাশি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১১ শ' শিক্ষার্থীকে বিনামূল্যে হাইব্রিড মরিচ বীজ ও গ্রীষ্মকালীন সবজি বীজের সাথে আম, জাম, বেল, নিম ও কাঁঠালের চারটি করে চারা। ৩০ টা শিক্ষা প্রতিষ্ঠানকে ৫ টি করে নারিকেল চারা। ১ শ' ৩০ টি প্রতিষ্ঠানে ১টি করে তালগাছ বিতরণ করা হয়।
সোমবার (৭ জুলাই) বিকেল ৪ টায় উপজেলা কৃষি কার্যালয় প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও চারা বিতরণ করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আকন্দ, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু প্রমুখ।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত