নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সুনামগঞ্জ জেলা সমন্বয় কমিটিতে স্থান পেয়েছেন জগন্নাথপুরের ৪ জন। তারা হলেন যুগ্ম সমন্বয়ক ইসহাক আমিনী, আমিনুল হক সিপন, মির্জা ওদুদ, আলী হোসেন খান।
শনিবার (১২ জুলাই) রাতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও সদস্য সচিব আক্তার হোসেনের স্বাক্ষরিত পত্রে আগামী (০৩) মাস অথবা আহবায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত তাদের দায়িত্ব প্রধান করা হয়। এই কমিটির প্রধান সমন্বয়কারী দেওয়ান হাসন রাজার প্রপৌত্র দেওয়ান সাজাউর রাজা চৌধুরী। যুগ্ন সমন্বয়কারী মো হারুনুর রশিদ, আতাউর রহমান স্বপন, আবু সালেহ নাসিম, ইসহাক আমিনি, শহিদুল ইসলাম, সদস্য দেওয়ান তাসাদ্দুক রাজা ইমন, আলাল উদ্দিন, ড. করিম মিয়া, শিবনাথ বিশ্বাস, জুলপাশ খান, ফয়সাল আহমদ, শাহানুর আলম, বিকাশ রঞ্জন তালুকদার, মো রেজাউল করিম, আমিনুল হক সিপন, মির্জা আব্দুল অদুদ, আলি হোসেন খান, মো. নুরুল ইসলাম, মো. আজাদ নুর মিয়া, শ্যমল শান্ত, হাসান আল মাসুম, হাফেজ আরিফুল ইসলাম সরকার, মো. শামিম আহমদ, মো আব্দুর রহমান দুলাল, হাফিজ আহমদ, সাদিকুর রহমান, রফিক আহমদ, মো সাইফুল ইসলাম, মকবুল হোসেন, মো. আলী রাজ আহমদ।