নিজস্ব প্রতিবেদকঃ
জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, জগন্নাথপুর উপজেলা ও জগন্নাথপুর পৌর শাখার উদ্যোগে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগষ্ট) বেলা ২ টায় বিজয় মিছিলটি জগন্নাথপুর উপজেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জগন্নাথপুর পৌর পয়েন্ট এসে জগন্নাথপুর উপজেলা বিএনপি আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টারের সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জামাল উদ্দিন আহমেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য, সুনামগঞ্জ জেলা দায়রা ও জজ আদালতে পিপি এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল।
বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুল মুকিত, জেলা বিএনপির সদস্য, সুনামগঞ্জ জেলা দায়রা ও জজ আদালতে এডিশনাল পিপি এডভোকেট জিয়াউর রহিম শাহিন, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিটু, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুল মতিন, জগন্নাথপুর উপজেলা বিএনপি যুগ্ম-আহবায়ক সৈয়দ মুসাব্বির, উপজেলা বিএনপি যুগ্ম-আহবায়ক আব্দুস সোবহান, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক হাজি সুহেল আহমদ খান টুনু, জগন্নাথপুর উপজেলা বিএনপি সদস্য লুতফুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপি সদস্য মির্জা আবুল কাশেম স্বপন, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক দিলু মিয়া, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক শামসুল হক, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক তকবুর মিয়া, পৌর বিএনপির সদস্য আছকির আলী, যুক্তরাজ্য যুবদলের সহ-সহ-সাংগঠনিক সম্পাদক আলিফ মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখন, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক মোঃ লিটন মিয়া, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক শামিম আহমেদ, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজি হারুনুর রশীদ, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমিন, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, জগন্নাথপুর পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমেদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব মোবারক হোসেন তুহিন, জগন্নাথপুর কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া হোসেন, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রমুখ।
বিজয় মিছিলে উপস্থিত ছিলেন- জগন্নাথপুর উপজেলা, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। এসময় মিছিলে হাজার হাজার নেতাকর্মী অংশ গ্রহণে গণমিছিলে পরিনত হয়ে যায়।