নিজস্ব প্রতিবেদকঃ
"অভয়াশ্রম গড়ে তুলি- দেশি মাছে দেশ ভরি"- প্রতিপাদ্য বিষয় সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১৮ আগষ্ট) সকাল ১০ টায় জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে জগন্নাথপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে র্যালী পরবর্তী স্থানীয় পুকুরে বিভিন্ন প্রজাতির ১৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ'র সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ'র পরিচালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নুরুল ইসলাম, সাংবাদিক আমিনুল হক সিপন, হিফজুর তালুকদার জিয়া, শাহ ফুজায়েল আহমদ, সামাজিক সংগঠক মোঃ আলী আকবর। এছাড়া উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন- মৎস্য উদ্যোক্তা আলী আহমেদ, হাসন আলী, মোঃ শাহ আলম, সুটকি উদ্যোক্তা সুমা আক্তার। শুরুতেই পবিত্র আল কুরআন থেকে তেলাওয়াত করেন জগন্নাথপুর মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা জুবায়ের।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত