নিজস্ব প্রতিবেদক ::
সুনামগঞ্জ- ৩ ( জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে ধানের শীষের প্রতীকের মনোনয়ন প্রত্যাশী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেছেন, বিগত ১৬ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক নায়ক তারেক রহমানের দিকনির্দেশনা ফ্যাসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আন্দোলন করে। ২০২৪ সালে স্বাধীনতা সার্বভৌমত্ব, গণতন্ত্র সর্বোপরি মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন করে বাংলাদেশের ছাত্র জনতা নিয়ে খুনি হাসিনা কে এই বাংলার জমিন থেকে হটিয়েছে। এখন আমরা একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় আছি। আগামী ফ্রেরুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে। আগাম নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করবে। বিএনপি সরকার গঠন করলে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলাকে একটি মডেল উপজেলায় রুপান্তরিত করতে চাই। তাই আপনারা বিএনপির সদস্য হয়ে বিএনপির হাতকে আরও শক্তিশালী করার আহবান রাখছি এবং বিএনপির সকল নেতাকর্মীরা জনগণের পাশে থেকে ঐক্য গড়ে তুলতে হবে।
তিনি শনিবার (২৩ আগষ্ট) বিকাল ৪ টায় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া- হলদিপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে স্থানীয় চিলাউড়া বাজারে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধনের পরবর্তী আলোচনা সভায় উপরোক্ত কথা বলেন।
চিলাউড়া- হলদিপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ দুধু মিয়ার সভাপতি ও যুগ্ম আহবায়ক ডাঃ রাজা মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুনের যৌথ পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন- জগন্নাথপুর উপজেলা বিএনপি আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা দায়রা ও জজ আদালতে এডিশনাল পিপি, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য এড. ড. জিয়াউর রহিম শাহিন, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সুজাতুর রেজা, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক রোটারিয়ান জামাল উদ্দিন আহমেদ, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক হাজী সুহেল আহমদ খান টুনু, জগন্নাথপুর উপজেলা বিএনপির সদস্য লুৎফুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য মির্জা আবুল কাশেম স্বপন, যুক্তরাজ্য যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আলিফ মিয়া , জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখন, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক সৈয়দ মুহাদ্দিস আহমেদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির।
অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন- চিলাউড়া- হলদিপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাসুক মিয়া, গোলাপ মিয়া, আব্দুল হক টুনু, সিরাজুল ইসলাম কালা,আব্দুল গাফফার, মোজাহিদ মিয়া, ফারুক মিয়া, আব্দুল মান্নান, নাসির মিয়া, ফারুক মিয়া, চিলাউড়া- হলদিপুর ইউনিয়ন পরিষদের মেম্বার ইউনিয়ন বিএনপি নেতা লিলু মিয়া, চিলাউড়া- হলদিপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি তোতা মিয়া, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক দিলোয়ার হুসেন লিলু, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাফিদুল ইসলাম শিহাব, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেক আহমেদ মিটু প্রমুখ।
আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন- চিলাউড়া- হলদিপুর ইউনিয়ন বিএনপি আহবায়ক কমিটির সদস্য সেলিম মিয়া।
আলোচনা সভার পূর্বে চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে অনুষ্ঠানে অংশ নেন।