নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর- সিলেট সড়কে মোটরসাইকেল গতিরোধ করে আরোহীর হাত বেঁধে লোহার রড দিয়ে বেধড়ক পিটিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
গুরুতর আহত আকছার মিয়া (৪০) জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের মক্রমপুর গ্রামের মৃত মকছুদ মিয়ার পুত্র।
রোববার রাত সাড়ে ১২ টার দিকে জগন্নাথপুর পৌরসভাধীন জগন্নাথপুর- সিলেট সড়কের ভবেরবাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। পথচারীরা গুরুতর আহত আকছার মিয়াকে আশংকাজনক অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাতে তাকে সিলেটে এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।
আহত আকছার মিয়া জানান, রোববার রাত সাড়ে ১২ টার দিকে বাড়ির উদ্দেশ্য যাওয়ার পথে ভবেরবাজার ব্রিজে উঠলে সিএনজি চালিত অটোরিকশাতে বসে থাকা কয়েকজন লোক মোটরসাইকেল গতিরোধ করে। পরে তার হাত বেঁধে লোহার রড দিয়ে উপর্যুপরি পিটিয়ে মারাত্মক আহত করে মোবাইল ফোন, মানিব্যাগ, মোটরসাইকেলের চাবিসহ প্রয়োজনীয় সব জিনিস নিয়ে যায়।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুঞা বলেন, খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পুলিশ যায়। কিন্তু ছিনতাইয়ের সাথে জড়িত লোকেরা এর আগে পালিয়ে যায়। তিনি আরো জানান, বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত