নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজলার মইয়ার হাওর ও নলুয়ার হাওড় সহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরে মৎস্য অধিদপ্তর-এর রাজস্ব বাজেটের আওতায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে ৪৪৫ কেজি রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়।
মঙ্গলবার ( ২ সেপ্টেম্বর) দুপুরে জগন্নাথপুর পৌরসভার বৈঠাখালী ব্রীজ সংলগ্ন উপজেলার অন্যতম বৃহৎ হাওর মইয়ার হাওর ও নলওয়ার হাওড়ে প্রথমে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে জগন্নাথপুর উপজেলা পরিষদের পুকুরসহ উপজেলার বিভিন্ন মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানে পোনা অবমুক্ত করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ, কৃষি কর্মকর্তা কাওছার আহমেদ, প্রাণীসম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, মৎস্য কর্মকর্তা আল আমীন, মৎস্য সরবরাহকারী রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত