নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন জগন্নাথপুর পৌর সভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী প্রবাসী কমিউনিটি নেতা মাওলানা জয়নাল আবেদীন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাদ আছর পৌর সভার ১২ নাম্বার সার্কেল (১, ২ নং ওয়ার্ড) অর্থাৎ ইসহাকপুর, লুদুরপুর ও ইনাতনগর বাসীর আয়োজনে স্থানীয় ভবের বাজারে আলহাজ্ব মোঃ আবদাল মিয়ার সভাপতিত্বে ও মাওলানা মোঃ হাসমত উল্লাহ খান এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- বিশিষ্ট মুরব্বী আলহাজ্ব মোঃ আলা মিয়া, আবুল হোসেন ইরা মিয়া, জগন্নাথপুর পৌর সভার সাবেক কমিশনার মোঃ আব্দুল খলিল, ডাঃ আছকির খান, বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার আব্দুল তাহিদ, হাজী বশির উদ্দীন, জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ এর প্রভাষক সুরঞ্জিত কুমার সেন, বিশিষ্ট ক্রীড়াবিদ শাহ মাহফুজুল করিম, রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ আব্দুল হক, আব্দুল মতিন, জগন্নাথপুর পৌর সভার সাবেক কাউন্সিলর মোঃ জিতু মিয়া, সাবেক ছাত্রনেতা আজমল খান, সাবেক কৃতি ফুটবলার আব্দুল আলী, সমাজ সেবক লায়েক মিয়া, মাওলানা মোঃ আবু তাহের, বিশিষ্ট সালিসি ব্যক্তি সিদ্দিক আহমেদ, তরুণ সমাজ সেবক নাজিম উদ্দীন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ফুটবল খেলোয়াড় জিলু মিয়া, বিশিষ্ট সমাজ সেবক ফজর আলী ও প্রভাষক জাহিদ হাসান।
সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মোঃ মতছির আলী।
শুরুতেইস্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুল কাহার। এসময় বিভিন্ন শ্রেণী পেশার তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত