নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের বলেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশ থেকে ফ্যাসিবাদ বিতাড়িত করা হয়েছে। কিন্তু নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার পরিকল্পনা চলছে। এদেশের আপামর জনতা নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে দিবে না। আগামী নির্বাচনে চাঁদাবাজদের দিয়ে সরকার প্রতিষ্ঠা করা যাবে না। সব ধরনের ফ্যাসিবাদী কার্যকলাপ প্রতিহত করতে আগামী সংসদ নির্বাচনে জয়ী হয়ে শরিয়ত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় খেলাফত মজলিস। আমরা চাই এদেশে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, শরিয়ত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হোক।
আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) জগন্নাথপুর পৌর পয়েন্টে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর- শান্তিগঞ্জ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফিজ শেখ মুশতাক আহমদ এর নির্বাচনী প্রচারণা সভায় কথা বলেন।
খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে শুক্রবার বেলা ২ টায় জগন্নাথপুর পৌর পয়েন্টে হাফিজ মাওলানা জামিনুল হক আমিনীর সভাপতিত্বে ও পৌর সভাপতি মাওলানা সোহেল আহমেদ এর পরিচালনায় তিনি আরও বলেন, জুলাই বিপ্লবে অসংখ্য মানুষ আহত হয়েছেন, নিহত হয়েছেন। কিন্তু মানুষের ন্যাযা অধিকার প্রতিষ্ঠিত হয়নি। দেশের রন্ধ্রে রন্ধ্রে আজ দুর্নীতি বিরাজ করছে। দেশ এখন অশান্তিতে ভরপুর। আমরা চাই দেশে শান্তি। তাই মানব রচিত সংবিধান নয়, ইসলামী সংবিধানের কায়েম করতে আমরা বদ্ধপরিকর।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ মুনতাছির আলী।
বক্তব্য রাখেন- খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট জেলা শাখার সহ সভাপতি এডভোকেট মঞ্জুর আলী, সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা আক্তার হোসাইন, সহ সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, অফিস সম্পাদক মাওলানা আলী খান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফারুক আহমদ, মালয়েশিয়ার কুয়ালামপুর শাখার সভাপতি আব্দুর রব, শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা নুরুল ঈমান, জগন্নাথপুর উপজেলা শাখার সহ সভাপতি মাও. হাবিবুর রহমান মিসবা, মাওলানা তোফায়েল আহমদ সহ সাধারন সম্পাদক নুর আহমদ মাছুম, নবীগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা নুরে আলম আনসারী, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আখলাকুর রহমান,সহ সভাপতি মোঃ গয়াস মিয়া, সুনামগঞ্জ জেলা ছাত্র মজলিস সভাপতি এনামুল হক আলী, সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্র মজলিসের সভাপতি আব্দুল বাছিত, সাবেক ছাত্র মজলিস নেতা শিব্বির আহমদ, জগন্নাথপুর পৌর সেক্রেটারি আমিনুর রহমান, পাইলগাঁও দক্ষিণ ইউনিয়ন খেলাফত মজলিস সভাপতি মাওলানা আখলাকুর রহমান। নাতে রাসুল পাঠ করেন মারজান আহমদ, শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছাত্র মজলিস নেতা মোফাজ্জল করীম প্রমুখ।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত