রেজুওয়ান কোরেশীঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে সেভ সৈয়দপুর রক্তদান সোসাইটি’র উদ্যোগে প্রথম ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন এ উপস্থিত ছিলেন- শাহজালাল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক ফজলে আহমদ, ইতালী প্রবাসী সৈয়দ হাফিজ উদ্দীন, আলোকিত সমাজ কল্যান সংস্থার বর্তমান সভাপতি সৈয়দ আবিদ সরদার, আলোকিত সমাজ কল্যান সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ শিপু, মুক্ত সমাজ কল্যাণ সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক ইসমাইল আলী মিজু, ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির প্রতিস্টাতা হাফিজ সালিম আহমদ, ইউনাইটেড সুপার ওমেন সিলেট এর সভাপতি মরিয়ম কামাল মনি, বন্ধুমহল রক্তদান সোসাইটির সদস্য হাবিবুর রহমান সজিব ও সজল মিয়া, জাকারিয়া টিবির উপস্থাপক জাবু শাহ, সেইভ সৈয়দপুর প্রতিস্টাতা শেখ নাহিদ আহমেদ ওসভাপতি সৈয়দ নাহিদ, সিনিয়র সদস্য শেখ শাহবীর ও সৈয়দ তুহিনসহ সেচ্ছাসেবী সদস্যরা।