নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি আল আমিন (২৮) উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের আওলাদ মিয়ার ছেলে।
রোববার (১০ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে জানান, প্রতিদিনের ন্যায় বাড়ির উঠানে ব্যাটারি চালিত ইজিবাইক চার্জে লাগানো ছিল। রোববার সকালে নিহত চালকের শিশু সন্তান ইয়াসিন মিয়া (৫) বিদ্যুৎস্পৃষ্ট হয়। ছেলেকে বাঁচতে গিয়ে আল আমিন বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়েন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আখন্দ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারো কোন অভিযাগ না থাকায় ময়না তদন্ত ছাড়া মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।