নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব শত্রুতার জের ধরে সৌদি প্রবাসী সোহান হত্যা মামলার আরো তিনজন ও অপর অভিযানে ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত হত্যা মামলার আসামীরা হলো, হবিগঞ্জ জেলাধীন নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লতিবপুর গ্রামের মৃত ইমান উদ্দিনের ছেলে দিদার হোসেন (২৫), মফিজ উদ্দিনের ছেলে মোঃ জাহিদ হাসান (২১), শাহাব উদ্দিনের ছেলে বাবলু মিয়া (১৯)। এছাড়া আদালতের ওয়ারেন্টভুক্ত আসামী জগন্নাথপুর পৌর এলাকার বাড়ি জগন্নাথপুরের মৃত নানু মিয়ার পুত্র ময়না মিয়া (২২) কে গ্রেফতার করা হয়।
জগন্নাথপুর থানা সূত্রে জানা যায়, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোখলেছুর রহমান আখন্দের দিক নির্দেশনায় এস আই মোহাম্মদ সাকিব হোসেন ও এস আই মোঃ শাহীন হোসেন সঙ্গীয় ফোর্সসহ ময়মনসিংহে গত শনিবার রাতে অভিযান চালান। পরে রাত সাড়ে ৩ টার দিকে জগন্নাথপুর থানায় হত্যা মামলার এজাহারভুক্ত ৩ আসামীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে জগন্নাথপুর থানার মামলা নং-০২, ধারা- ১৪৩/৩২৩/৩২৫/ ৩২৬/৩০৭/৩০২/ ১১৪/৩৪ পেনাল কোড।
জানা যায়, গত ২৮ অক্টোবর সন্ধ্যা ৮ টার দিকে জগন্নাথপুরে উপজেলার ইনাতগঞ্জ পূর্ব বাজার নামক স্থানে কতিপয় মাদকসেবী ও মাদক ব্যবসায়ী একতাবদ্ধ হয়ে পূর্ব শত্রুতার জের ধরে সৌদি প্রবাসী মোজাহিদুল ইসলাম সোহানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে এলাকাবাসী আহত সোহানকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।
উক্ত ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ওই ৩ আসামীকে গ্রেফতারের আগে মঙ্গলবার (৫ জানুয়ারী) অপর একজনকে গ্রেফতার করে র্যাব।
এদিকে, শনিবার রাত সাড়ে ১২ টার দিকে নিজ বাড়ি থেকে জি আর মামলার আসামী ময়না মিয়াকে গ্রেফতার করা হয়।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, গ্রেফতারকৃত আসামীদেরকে রোববার সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।